দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুই ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করে র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন জফ্রা আর্চার। এই সংস্করণের বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের গতিময় পেসার। যথারীতি বুধবার প্রকাশিত পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ওয়ানডে বোলারদের মধ্যে ১৬ ধাপ উন্নতি করেছেন আর্চার। দুইয়ে থাকা শ্রীলঙ্কান স্পিনার মাহিশ থিকশানার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন তিনি। দুইজনের রেটিং পয়েন্টের পার্থক্য কেবল ৫, আর্চার ৬৫৪ ও থিকশানা ৬৫৯। ৬৮০ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে দক্ষিণ আফ্রিকান অভিজ্ঞ বাঁহাতি স্পিনার কেশাভ মহারাজ। গত বৃহস্পতিবার প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের সফলতম বোলার ছিলেন আর্চার। ১০ ওভারে ৬২ রান খরচায় ৪ উইকেট নেন তিনি। রোমাঞ্চকর ওই লড়াইয়ে ইংলিশদের ৫ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে সফরকারীরা। সিরিজে আর্চার নিজের সেরাটা মেলে ধরেন তৃতীয় ও শেষ...