আরেকটি জেন-জি বিপ্লবের সফল পরিণতি দেখলো বিশ্ব। এবারের মঞ্চ নেপাল। মাত্র দুইদিনের এক ঝড়ে ওলটপালট হয়ে গেল পুরো দেশের শাসন ব্যবস্থা। পদত্যাগপত্র লিখে হেলিকপ্টারে উড়ে পালিয়ে গেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। এরই মধ্যে নেপালের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে সেনাবাহিনী; জারি করা হয়েছে কারফিউ। আলোচনা চলছে সম্ভাব্য প্রধানমন্ত্রী নিয়েও। তবে, এখন পর্যন্ত ধোঁয়াশা রয়ে গেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির গন্তব্য নিয়ে। নেপালের অফিশিয়াল সূত্রে জানা গেছে, অলি সেনাপ্রধানের সঙ্গে ফোনে কথা বলেন এবং দেশের ক্রমাবনত পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীকে নেতৃত্ব দেওয়ার অনুরোধ জানান। এর জবাবে জেনারেল সিগদেল বলেন, সেনাবাহিনী কেবল তখনই হস্তক্ষেপ করে দেশকে স্থিতিশীল করতে পারবে, যদি প্রধানমন্ত্রী অলি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেন। এ অবস্থায় পদত্যাগ লিখেন অলি। পদত্যাগপত্রে তিনি লিখেন, ‘মাননীয় প্রেসিডেন্ট, নেপালের সংবিধানের ৭৬ (২)...