লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগ ওঠার পর বিএনপির এক নেতাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ওই নেতার নাম হুমায়ুন কবির। তিনি রায়পুর পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রায়পুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর ই আলম স্বাক্ষরিত এক চিঠিতে হুমায়ুন কবিরকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। এর আগে, সোমবার বিকেলে রায়পুরের একটি অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগ তুলে হুমায়ুন কবিরকে মারধর করেন চালক ও শ্রমিকরা। ঘটনার সময় তিনি পালিয়ে আত্মরক্ষা করেন। পরে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দলের পাঠানো চিঠিতে বলা হয়, হুমায়ুন কবিরের বিরুদ্ধে ওঠা অভিযোগ দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং এটি দলের শৃঙ্খলা পরিপন্থী। এ কারণে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং তাকে তিন...