নওগাঁয় ডিবিসির সাংবাদিক এ কে সাজুর ওপর হামলার ঘটনায় দুই আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার দুপুরে মহাদেপুর আমলি আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তারেক আজিজ তাদের কারাগারে পাঠানের নির্দেশ দেন। মামলার আসামিরা হলেন- কনক ও মোকাব্বের হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক হাদিউল ইসলাম। পুলিশের এই কর্মকর্তা জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। আসামিদের মধ্যে আজ দুইজন আসামি আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক ১ নম্বর আসামি কনক ও ৮ নম্বর আসামি মোকাব্বেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে এই মামলায় আরও দুইজন আসামির জামিন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানো হয়। গত ২৭ আগস্ট...