জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহসভাপতি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার দাবিতে উপাচার্যসহ নির্বাচন কমিশনকে অবরুদ্ধ করেছেন সম্প্রীতির ঐক্য প্যানেলের প্রার্থী ও সমর্থকেরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে এগারোটার পর থেকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তাঁদের অবরুদ্ধ করা হয়। পরে সকাল পৌনে ছয়টার দিকে উপাচার্য তাঁদের সিদ্ধান্ত জানাবেন—এমন আশ্বাস দিলে শিক্ষার্থীরা হলে ফিরে যান। জাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়ন একাংশের নেতৃত্বাধীন সম্প্রীতির ঐক্য প্যানেল থেকে চূড়ান্ত প্রার্থী তালিকায় সহসভাপতি প্রার্থী হয়েছিলেন ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় শাখার একাংশের সাবেক সভাপতি অমর্ত্য রায়। তবে অমর্ত্য রায়ের নিয়মিত ছাত্রত্ব না থাকায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের কয়েক দিন পর তাঁর প্রার্থিতা বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর পরিপ্রেক্ষিতে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন অমর্ত্য। গতকাল মঙ্গলবার অমর্ত্যর প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার আদেশ দেন হাইকোর্ট। কিন্তু...