ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ—ডাকসু নির্বাচনের ফল ঘোষণা উপলক্ষে সিনেট ভবনে ছিল উৎসবের আমেজ। ফলাফল ঘোষণার সময় উল্লাসে ফেটে পড়েন ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের তিন বিজয়ী নেতা—আবু সাদিক কায়েম, এস এম ফরহাদ ও মুহাম্মদ মহিউদ্দীন খান। তাঁরা যথাক্রমে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী হয়েছেন। সিনেট ভবনে আজ বুধবার সকাল থেকেই শুরু হয় চূড়ান্ত ফল ঘোষণার প্রক্রিয়া। নির্বাচনের ফলাফলে দেখা গেছে, ডাকসুর ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির-সমর্থিত প্রার্থীরা। সেই সদস্য পদেও বড় সাফল্য পেয়েছে ছাত্রশিবির-সমর্থিত প্যানেল। একটি সদস্য পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী, অন্যটি পেয়েছে বামধারার প্যানেল। জানা গেছে, যেসব গুরুত্বপূর্ণ পদে ছাত্রশিবিরের সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন, তার মধ্যে রয়েছে— মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ফাতেমা তাসনিম জুমা কমন রুম, রিডিং রুম ও...