১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:২০ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ পিএম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ একচ্ছত্র জয় পেয়েছে। ভিপি পদে সাদিক কায়েম রেকর্ড ভোটে জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন মাত্র ৫ হাজার ৭০৮ ভোট। ফলে বিশাল ব্যবধানেই ভিপি পদ শিবিরের হাতে যায়। শীর্ষ তিন পদ ছাড়াও ২৮টি পদের ২৩টিতে শিবির জয়ী হয়েছে। এর পাশাপাশি সাধারণ সম্পাদক পদেও শিবিরের প্রার্থী এসএম ফরহাদ জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট। প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শেখ তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। একইভাবে সহসাধারণ সম্পাদক পদেও শিবির সমর্থিত মোহাম্মদ মহিউদ্দিন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে জয়ী হন, যেখানে তার...