সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে টানা ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে ‘সর্বদলীয় সম্মিলিত কমিটি’। বুধবার ভোর ৬টা থেকে এই কর্মসূচি শুরু হয় বলে বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য ও জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম সাংবাদিকদের জানান। তিনি বলেন, হরতালের ডাক ছিল তিন দিনের। সোমবার জেলাজুড়ে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়। বুধবার ভোর থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে; চলবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত। এর আগে গত রোববার বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে হরতালসহ পাঁচদিনের কর্মসূচি দেয় সর্বদলীয় সম্মিলিত কমিটি। সেই কর্মসূচির অংশ হিসেবে হরতাল পালিত হচ্ছে। হরতালের কারণে বাগেরহাটের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দুরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি; বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটের সব গাড়ি। জেলার সব অফিস-আদালতে কার্যক্রম পরিচালনা না করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন সর্বদলীয় সম্মিলিত কমিটি। হরতালের...