১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৭ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৭ পিএম বরগুনার বেতাগী উপজেলার ফুলতলা নুরুন্নেছা জুনিয়র গার্লস স্কুলের প্রধান শিক্ষক মোঃ মজবির রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন অনুমোদনহীন ছুটি ভোগ, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে টাকা আত্মসাৎসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালে সরকার পরিবর্তনের পর থেকে তিনি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না। গত চার মাস ধরে অনুমোদন ছাড়া ছুটিতে আছেন। বছরে মাত্র দু’দিন কর্মস্থলে উপস্থিত থেকেও তিনি ৫০ শতাংশ বেতন-ভাতা ভোগ করছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, প্রধান শিক্ষকের অনুপস্থিতির কারণে পাঠদান কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। অভিযোগ আছে, তিনি কাল্পনিক পদ সৃষ্টির মাধ্যমে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতি পদে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। অনেক চাকরিপ্রার্থীকে নিয়োগ না দিয়ে টাকা আত্মসাৎ...