সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে মাজার স্থানান্তর ও সেখানকার বহুতল বিশিষ্ট মসজিদ নির্মাণের বিষয়টি পুনর্বিবেচনার জন্য আবেদন করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর আইনজীবী মো. মাহমুদুল হাসান এই আবেদন করেন। দেশি-বিদেশি সন্ত্রাসী ও বিদেশি গোয়েন্দারা ছদ্মবেশে মাজারে ভক্ত সেজে অবস্থান করার অশঙ্কায় সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঝুঁকির কথা বিবেচনা করে এই আবেদন করা হয়। একই সঙ্গে এই বহুতল বিশিষ্ট মসজিদ ভবন থেকে ছদ্মবেশী দেশি-বিদেশি সন্ত্রাসী ও বিদেশি গোয়েন্দারা সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নজরদারি চালাতে পারে বলে জানানো হয় আবেদনে। আবেদনে আরও উল্লেখ করা হয়, বিশ্বের বহু দেশে কবর স্থানান্তরের অনেক উদাহরণ আছে। এটা নতুন কোনো বিষয় নয়। ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে যথাযথ ধর্মীয় মর্যাদায় এই মাজার অন্য...