বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্কের হার কমানোর বিষয়ে আরেক দফা আলোচনার জন্য বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) দল। এই দলের নেতৃত্ব দেবেন মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চ, যিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বাণিজ্যনীতি বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত। বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, আগামী ১৪ সেপ্টেম্বর তিন দিনের সফরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে লিঞ্চের। এর আগে তিনি গত বছর জুলাই অভ্যুত্থানের আগে ও পরে দুইবার ঢাকা সফর করেছেন, তবে শুল্ক বিষয়ক আলোচনায় এটিই তার প্রথম সফর। বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র বলছে, সর্বশেষ বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার ঘোষণা দেয় ট্রাম্প। তবে বাংলাদেশের শুল্ক আরো কমিয়ে আনতে চায়। সে বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হবে এ প্রতিনিধির সফরে। লিঞ্চের সফরের...