দুই দিন ধরে অস্থিরতা চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেপালে সেনা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাময়িকভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বাসিন্দাদের চলাচল, জমায়েত, মিছিল ও সমাবেশের ওপর। বিভিন্ন স্থানে চলছে বিশেষ অভিযান। দ্য হিমালয়ান টাইমস জানিয়েছে, মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় লুটপাট, অগ্নিসংযোগসহ ধ্বংসাত্মক ও অরাজকতায় জড়িত থাকার অভিযোগে ২৭ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে লুট হওয়া ৩৭ লাখ ৩০ হাজার নেপালি রুপি। এছাড়া, কাঠমান্ডু থেকে ২৩ ও পোখারা থেকে ৮টি মিলিয়ে মোট ৩১টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, সঙ্গে ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। সেনাবাহিনীর জনসংযোগ ও তথ্য অধিদপ্তরের বিবৃতি অনুযায়ী, বুধবার বিকেল ৫টা পর্যন্ত সভা, সমাবেশ ও চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সারা দেশে কারফিউ জারি হবে।...