বিক্ষোভকারীদের দাবি, ফরিদপুর-৪ আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করার সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। এর আগে, নির্বাচন কমিশন গত ৪ সেপ্টেম্বর দেশের ৪৬টি আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করে। এতে ফরিদপুর-৪ আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, আমরা অনেকটা অসহায়। দাবি আদায় না হলে তারা সরে যাবে না বলেই জানিয়েছে। ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা জানান, এটি জাতীয় পর্যায়ের বিষয়। স্থানীয় প্রশাসনের পক্ষে কিছু করার সুযোগ নেই। স্মারকলিপি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে, তবে এখনো কোনো নির্দেশনা আসেনি। প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর প্রথম দফায় সড়ক অবরোধ করেছিল...