হঠাৎ শত্রুপক্ষের বুলেটের আঘাতে যতীন্দ্রনাথের বাঁ হাতের বুড়ো আঙ্গুলটি চূর্ণ হয়ে গেল। ডান হাত দিয়েই তিনি মসার পিস্তল চালাতে লাগলেন। সহসা একটি বুলেট চিত্তপ্রিয়ের মাথায় বিদ্ধ হলো। ‘দাদা’ বলে শেষ কথা উচ্চারণ করে তিনি যতীন্দ্রনাথে কোলে ঢলে পড়লেন। চিত্তপ্রিয় চিরপ্রিয় দলনেতার কোলে শেষনিঃশ্বাস ত্যাগ করে স্বদেশের ইতিহাসে চির অমরত্ব অর্জন করলেন। যুদ্ধের ভিতর শোকের অবকাশ নেই। বিগতপ্রাণ সহযোদ্ধার মৃতদেহ পাশে রেখে চার বিপ্লবীকে অবস্থান ত্যাগ করতে হলো। এই অসম যুদ্ধ প্রায় তিন ঘন্টা ধরে চললো। এই সময় রাদার ফোর্ডের বাহিনী অজস্র গুলি বর্ষণ করে চলেছে। জ্যোতিষ মারাত্মকভাবে আহত হলেন। যতীন্দ্রনাথের পেটে এবং চোয়ালে একটি গুলি বিদ্ধ হলো। সঙ্গের টোটাও সব ফুরিয়ে গেল। যতীন্দ্রনাথের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তিনি মিঃ কিলবিকে বললেন "Mr. Kilvy, see that no injustice is done...