দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন আবার আইনি জটিলতায় জড়িয়েছেন। তার বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ উঠেছে। এ নিয়ে অভিনেতাকে সতর্কও করা হয়েছে। হায়দরাবাদে জুবিলি হিলসে আল্লুর একটি বহুতল ভবন ঘিরে সমস্যার সূত্রপাত। গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল করপোরেশনের (জিএইচএমসি) দাবি, এই বহুতল ভবন নাকি বেআইনিভাবে তৈরি করা হয়েছে। সেই মর্মে তারা একটি নোটিশ পাঠিয়েছে অভিনেতার কাছে। জুবিলি হিলসে ‘আল্লু বিজনেস পার্ক’ নামে এ বহুতল ভবনে সপরিবারে অভিনেতা থাকেন। এ বাড়ি বেআইনি বলে দাবি করে আল্লু ও তার পরিবারকে একটি শোকজ নোটিশ দিয়েছে জিএইচএমসি। এই ভবন পরিদর্শনের পরেই নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে। আরও পড়ুনআরও পড়ুনটাইগারের সঙ্গে কাজ করে নিজেকে নতুন অভিনেতা মনে হয়েছে: সঞ্জয় দত্ত গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, এ জমিতে নাকি ১২২৬ বর্গগজের বহুতল ভবন তৈরির অনুমতি ছিল।...