র্যাপ গানের মাধ্যমে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে যুবসমাজের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ, যিনি সবার কাছে ‘বালেন’ নামেই পরিচিত। সেই র্যাপার-রাজনীতিক বালেন এখন নেপালের তরুণ প্রজন্মের কাছে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায়। নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের বিরুদ্ধে সপ্তাহব্যাপী বিক্ষোভে অন্তত ১৯ জন নিহত হওয়ার পর মঙ্গলবার প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। এরপর থেকে তরুণ বিক্ষোভকারীরা পরবর্তী নেতৃত্বে দেখতে চাইছেন বালেন শাহকে। রাজনীতিতে প্রবেশের আগে বালেন প্রধানত ছিলেন র্যাপার, গীতিকার এবং সমাজ সচেতন ইনফ্লুয়েন্সার। তাঁর গানগুলোতে দুর্নীতি, বৈষম্য ও উন্নয়নের অভাবের মতো সমস্যা উঠে আসত। কাঠমান্ডুর আন্ডারগ্রাউন্ড হিপ-হপ দৃশ্যে তাঁর সংগীত তরুণদের হতাশা ও প্রতিরোধের ভাষা হয়ে উঠেছিল। তাঁর জনপ্রিয় গান ‘বলিদান’ (ত্যাগ) ইউটিউবে আগে ৬ মিলিয়ন ভিউ পেয়েছিল। তবে চলমান বিক্ষোভে গানটি আবারো আলোচনায় আসে এবং...