এ পরিস্থিতি মোকাবিলায় আপনাকে সহযোগীতা করতে পারে পাসওয়ার্ড ম্যানেজার। এটি এমন একটি সফটওয়্যার বা অ্যাপ যা আপনার সব পাসওয়ার্ড নিরাপদভাবে সংরক্ষণ, তৈরি এবং মনে রাখতে সাহায্য করবে। সঠিকভাবে ব্যবহার করতে পারলে এটি আপনার অ্যকাউন্টগুলোর নিরাপত্তা বাড়াবে এবং হ্যাকিংয়ের ঝুঁকিও কমাবে। প্রথমত, সঠিক পাসওয়ার্ড ম্যানেজার নির্বাচন করতে হবে। জনপ্রিয়গুলোর মধ্যে কয়েকটি হলো- লাস্টপাস (LastPass), ড্যাশলেন (Dashlane), বিটওয়ারডেন (Bitwarden)। এগুলোর ফ্রি ও পেইড উভয় ভার্সনই পাওয়া যায়। তবে ডাউনলোডের আগে নিরাপত্তা, ফিচার এবং ইউজার রিভিউ যাচাই করে নেওয়া ভালো। মনে রাখতে হবে একটিমাত্র পাসওয়ার্ড প্রধান (Master) পাসওয়ার্ড তৈরি করুন। এটি আপনার সমস্ত পাসওয়ার্ডের মূল চাবি। এটি একটু জটিল করতে হবে; কিন্তু মনে রাখতে পারেন সেটা নিশ্চিত করতে হবে। এরপর ওয়েবসাইট ও অ্যাপের পাসওয়ার্ড সব ম্যানেজারে যুক্ত করুন। নতুন অ্যাকাউন্ট তৈরি হলে ম্যানেজারকে...