মতিঝিলের পূবালী ব্যাংকের করপোরেট শাখায় অভিযান চালিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে সেনা কল্যাণ ভবনে অবস্থিত ব্যাংকের ওই শাখায় অভিযান চালিয়ে লকারটি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ। আল আমিন শেখ জানান, প্রাথমিকভাবে লকারটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, পূবালী ব্যাংকের করপোরেট শাখায় শেখ হাসিনার নামে থাকা ‘১২৮ নম্বর’ লকারটির তথ্য পায় সিআইসি। ১৮ বা ১৯ বছর বয়স থেকে শেখ হাসিনা ওই লকারের মালিক বলে জানা গেছে। লকারটির দুটি চাবির একটি শেখ হাসিনার কাছে রয়েছে বলে জানা গেছে। এনবিআরের একটি দল...