জেন-জির তীব্র আন্দোলনে বাংলাদেশের পর নেপালে সরকার পরিবর্তনের ঘটনা প্রতিবেশী ভারতের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকটা নির্ঘুম রাত কাটছে দেশটির। কাঠমান্ডুর এই অস্থিতিশীলতা দিল্লির নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছে সাউথ ব্লক। ঢাকার পর সেখানেও আধিপত্য ইস্যুতে চরম বিপর্যয়ের মুখে মোদি সরকার। চিকেন নেকের উভয় পাশে আধিপত্য হারানোয় অজানা আতঙ্ক তাড়া করছে ভারতীয়দের। এছাড়া প্রতিবেশী বাংলাদেশ ও নেপালের অনুকরণে হিন্দুত্ববাদী বিজেপির অপশাসন, দুর্নীতি, ভোট চুরি, বিরোধী মত ও সাম্প্রদায়িক দমন পীড়ন এবং কূটনৈতিক বিচ্ছিন্নতার বিরুদ্ধেও যেকোনো মুহূর্তে জেন-জি তরুণদের পুঞ্জিভূত ক্ষোভের বিস্ফোরণের আশঙ্কা করা হচ্ছে। এদিকে, গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মধ্যেও গভীর হতাশার সৃষ্টি করেছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, হাসিনা আজীবন দিল্লির নিঃস্বার্থ সেবা করতে...