১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৩ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫১ পিএম সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে এবার দুর্নীতি মামলায় গ্রেফতার দেখিয়েছে আদালত। মিথ্যা তথ্য দিয়ে ক্ষমতার অপব্যবহার করে রাজউক থেকে ১০ কাঠার একটি প্লট নেওয়ার অভিযোগে দুদকের দায়ের করা মামলায় এই সিদ্ধান্ত আসে। একইসঙ্গে তার জামিনের আবেদনও আদালত খারিজ করেছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়ার আদালতে হাজির করা হয়। শুনানির পর আদালত দুদকের আবেদনের ভিত্তিতে খায়রুল হককে মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন। এদিন সকাল সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জ কারাগার থেকে খায়রুল হককে আদালতে আনা হয় এবং হাজতখানায় রাখা হয়। সকাল ১০টা ৩২ মিনিটে তাকে এজলাসে তোলা হলে শুনানি শুরু হয়। আসামিপক্ষের আইনজীবী মোনাইম নবী শাহিন...