প্রাচীনকাল থেকেই পেঁপে রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ত্বকের মৃতকোষ দূর করতে সাহায্য করে। এছাড়া পেঁপে ব্রণের দাগ ও কালচে দাগ দূর করে ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা বৃদ্ধি করে। ত্বককে তারুণ্যদীপ্ত রাখতে সহায়তা করে। তাই রূপচর্চায় পেঁপের তৈরি ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। পেঁপেতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ত্বককে নানা ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং বলিরেখা কমিয়ে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। তাই ত্বকের যত্নে ১ টেবিল চামচ পাকা পেঁপের পেস্ট, ১ চা চামচ দুধ এবং ১ চা চামচ মধু মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এই প্যাকটি মুখ এবং ঘাড়ে ব্যবহার করুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ দিন এই ফেসপ্যাকটি ব্যবহার করলে ত্বক কোমল ও টানটান হবে। টমেটো ও পেঁপে ত্বকের রোদে পোড়া দাগ সারিয়ে তুলতে...