তিন বছর পর বড় পরিবর্তন এসেছে এয়ারপডসে। নতুন এয়ারপডস প্রো ৩–এ যুক্ত হয়েছে উন্নত অডিও, কার্যকর নয়েজ ক্যানসেলেশন, হৃৎস্পন্দন মাপার সুবিধা এবং সবচেয়ে আলোচিত প্রযুক্তি সরাসরি ভাষা অনুবাদ সুবিধা। অ্যাপলের দাবি, ইংরেজি ভাষায় কথা বলা ব্যক্তি এয়ারপডস প্রো ৩ কানে দিয়ে স্প্যানিশ ভাষার কথা বলা ব্যক্তির সব কথা তাৎক্ষণিক ইংরেজিতে অনুবাদ করে শুনতে পারবেন। একইভাবে স্প্যানিশ ভাষাও ইংরেজিতে অনুবাদ করে শোনাবে এয়ারপডস প্রো ৩। ফলে স্বচ্ছন্দে আলোচনা করা যাবে। এয়ারপডস প্রো ৩–এর দাম ২৪৯ ডলার। অ্যাপল ওয়াচ সিরিজেও এসেছে তিনটি নতুন সংস্করণ। অ্যাপল ওয়াচ সিরিজ ১১, সাশ্রয়ী অ্যাপল ওয়াচ এসই ৩ এবং শক্তিশালী অ্যাপল ওয়াচ আলট্রা ৩। অ্যাপলের দাবি, সিরিজ ১১ হলো এ পর্যন্ত তৈরি সবচেয়ে পাতলা ও আরামদায়ক ওয়াচ। এতে থাকছে আরও টেকসই গ্লাস, ৫জি সংযোগ এবং এক চার্জে...