কক্সবাজারের টেকনাফে বড় পরিমাণ ইয়াবা পাচার রোধ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড সদস্যরা নদীতে সন্দেহজনক একটি কাঠের বোট আটক করে তল্লাশি চালান। এ সময় বোট থেকে উদ্ধার করা হয় প্রায় ৩০ হাজার পিস ইয়াবা। আটক করা হয় বোটে থাকা দুই...