ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির আলোচনা নিয়ে দোহায় বসা হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে হামাস। তাদের দাবি, এতে ছয়জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন গাজা থেকে নির্বাসিত নেতা খালিল আল-হায়্যার পুত্রও। তবে হামাসের প্রধান নেতৃত্ব এবং আলোচক দল রক্ষা পেয়েছেন বলে তারা জানিয়েছে। দোহায় এই হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া ছিল স্পষ্ট। হোয়াইট হাউস জানিয়েছে, এই হামলা ইসরায়েল বা আমেরিকার উদ্দেশ্য পূরণে সহায়ক নয়। তারা বলেছে, যুক্তরাষ্ট্র এই হামলার বিষয়ে আগে থেকেই জানত, এবং কাতার সরকারকে আগাম সতর্ক করতেও চেষ্টা করেছে। তবে কাতারি কর্মকর্তারা জানিয়েছেন, তারা সেই সতর্কতা পেয়েছেন ঠিক তখনই, যখন বিস্ফোরণ শুরু হয়ে গেছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় শুরু হয়েছে কূটনৈতিক তোড়জোড়। হোয়াইট হাউস থেকে কাতারকে সতর্ক করার পর, মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...