১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:০১ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৫ পিএম ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী ভরৈবা এলাকায় প্রায় দুই বছর আগে ২০ শয্যার একটি হাসপাতাল নির্মাণ করা হলেও এখনো সেখানে চিকিৎসা কার্যক্রম শুরু হয়নি। ফলে স্বাস্থ্যসেবার জন্য ২০–২৫ কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটতে হচ্ছে অন্তত পাঁচটি ইউনিয়নের প্রায় ৫০ গ্রামের মানুষকে। এতে বিশেষ করে জরুরি অবস্থায় রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ২০২৩ সালের অক্টোবরে ভরৈবা সাকোরখাল এলাকায় হাসপাতাল ভবন নির্মাণ শেষে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এটি উদ্বোধন করেন। ভবনের পাশাপাশি প্রয়োজনীয় আসবাবপত্র ও যন্ত্রপাতি সরবরাহ করা হলেও এখনো কোনো চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হয়নি। ফলে হাসপাতালটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। ভরৈবার বাসিন্দা আব্দুল হান্নান বলেন, একজন অসুস্থ মানুষকে মহেশপুরে নিতে ২০–২৫ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়।...