ভালো বোলার বেশি না থাকলে তো দুর্ভাবনা থাকেই। ভালো বোলার বেশি থাকলেও বিড়ম্বনা কম নয়! রাশিদ খান যেমন বুঝতে পারছেন। একাদশ গঠনে মাথা ঘামাতে গিয়ে গলদঘর্ম হতে হচ্ছে তো বটেই, এমনকি মাঠে বোলিং পরিবর্তনেও হিমশিম খেতে হচ্ছে আফগান অধিনায়ককে। মধুর সমস্যায় তিনি এতটাই জেরবার যে নিজের বোলিংয়ের কথাও মনে ছিল না! এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে হংকংয়ের বিপক্ষে মঙ্গলবার চার স্পিনার নিয়ে একাদশ সাজায় আফগানিস্তান। রাশিদ ও অফ স্পিনিং অলরাউন্ডার মোহাম্মাদ নাবির সঙ্গে একাদশে ছিলেন এএম গাজানফার ও নূর আহমাদ। একাদশে জায়গা পাননি মুজিব উর রহমানের মতো স্পিনার। সম্প্রতি ত্রিদেশীয় সিরিজে দারুণ বোলিং করা বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার শারাফউদ্দিন আশরাফও ছিলেন এই ম্যাচে একাদশের বাইরে। হংকংয়ের বিপক্ষে বিশাল জয়ের এই ম্যাচে সাত জন বোলার ব্যবহার করেন আফগান অধিনায়ক রাশিদ। ফাজালহাক ফারুকি, আজমাতউল্লাহ...