ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিপুল ভোটে সদস্য পদে বিজয়ী হয়েছেন সাবিকুন নাহার তামান্না। তিনি ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার পর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ডাকসু নির্বাচনে সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে ইতিহাস গড়েছেন তামান্না। তিনি পেয়েছেন মোট ১০ হাজার ৮৪ ভোট। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার সভানেত্রীর দায়িত্ব পালন করছেন। এর আগে, গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণে শিক্ষার্থীদের অংশগ্রহণ, উচ্ছ্বাস ও উৎসাহে মুখর ছিল ক্যাম্পাস। নির্বাচন ঘিরে শুরুর দিনেই ঘটে একটি বিতর্কিত ঘটনা। জানা যায়, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই ভাঙচুর করা হয় ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ প্রচার বোর্ড। এ ছাড়া বিকৃত করা হয় কেন্দ্রীয় কার্যনির্বাহী...