মাগুরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. অহিদুল ইসলাম দিনভর শালিখা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়নমূলক প্রকল্প ঘুরে দেখেছেন, উদ্বোধন করেছেন নতুন উদ্যোগ, আর মতবিনিময় করেছেন সাধারণ মানুষের সঙ্গে। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত টানা এ কর্মসূচি জনতার কাছে এক ভিন্নমাত্রার অভিজ্ঞতা তৈরি করে। দিনের শুরুতেই তিনি যান আড়পাড়া ইউনিয়ন পরিষদে। সেখানে সুবিধাবঞ্চিত পরিবারের হাতে ভিজিএফ ও ভিডব্লিউবি কার্ডের চাল তুলে দিয়ে জেলা প্রশাসক বলেন, “সরকারের এই সহায়তা মানুষের কষ্ট লাঘবে কিছুটা হলেও স্বস্তি দেবে, এটাই আমাদের সাফল্য।” এরপর গঙ্গারামপুর ইউনিয়নে গিয়ে নবনির্মিত পুলুম ভূমি অফিস ভবন ঘুরে দেখেন তিনি। পাশাপাশি ইউনিয়ন পরিষদ কার্যালয়, সাবেক খাটোর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে উৎসাহ দেন। ওই ইউনিয়নের মধুখালী কবরস্থান সংলগ্ন ইদগাহ ময়দানের নির্মাণকাজ প্রত্যক্ষ করেন তিনি।...