জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. তানভীর রহমান। কখনো বিভিন্ন রুটে বাস বৃদ্ধির দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অফিসে কিংবা পরিবহন সংকটের সমাধান খুঁজতে উপদেষ্টার অফিসে ঘুরে বেড়ানো তানভীর পরিবহন খাতের সংকট ও অনিয়ম দূর করার প্রত্যয় নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তানভীর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও নিরাপদ সড়ক চাই (নিসচা) এর জাবি শাখার আহ্বায়ক। গত ১০ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর ক্যাম্পাসের পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছিলেন তিনি। গত ১ জুন পরিবহন সংকট তুলে ধরতে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার সাক্ষাতের জন্য আবেদন করেন তানভীরসহ কয়েকজন। পরে গত ১৮ জুন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরীকে চিঠি দেন যাতে তিনি উপদেষ্টা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানোর...