গাজায় ইসরায়েলি হামলায় প্রতিদিন মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরো ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সারাদিন অব্যাহত বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েল। এ হামলায় গাজায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দক্ষিণ গাজায় ত্রাণের আশায় জড়ো হওয়া অন্তত ৯ জন বেসামরিক নাগরিক রয়েছেন।আরো পড়ুন:কাতারে ইসরায়েলি হামলায় নিহত ৬হামাসকে শেষবারের মতো সতর্ক করলেন ট্রাম্প ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, গাজার বন্দর এলাকায় বাস্তুচ্যুত পরিবারের একটি অস্থায়ী তাঁবুতে ড্রোন হামলায় দুই বেসামরিক নিহত ও অনেকে আহত হয়েছেন। এছাড়া যুদ্ধবিমান হামলা চালিয়েছে একাধিক আবাসিক ভবনে, গাজার আল-মুখাবারাত এলাকার চারটি বাড়ি এবং সিটির উত্তর-পশ্চিমের জিদান ভবনে। দেইর আল-বালাহ অঞ্চলের তালবানি এলাকায় আরেকটি বাড়ি ধ্বংস হয়, তুফাহর আজ-জারকা এলাকায়...