মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বিজ্ঞানীদের সর্বোচ্চ পদ মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা। সে পদে বহাল আমীর মো. জাহিদ ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত তিন বছর সরকারের মঞ্জুরি করা প্রেষণে (উচ্চশিক্ষার ছুটি) ছিলেন পিএইচডি (ডক্টর অব ফিলোসফি) ডিগ্রি নেওয়ার জন্য। এরপর কেটে গেছে এক দশক। হুট করে গত আগস্ট মাসে তার পিএইচডি ডিগ্রির কপি চেয়েছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট প্রশাসন। এরপর বেড়িয়ে এসেছে থলের বিড়াল। ওই সময় একাডেমিক ক্ষেত্রে উচ্চশিক্ষার সর্বোচ্চ পর্যায়ের পিএইচডি স্বীকৃতি অর্জন করতে পারেননি এ মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা। মিথ্যা পিএইচডি উপাধি নিয়ে এখন ‘মহাবিপদে’ পড়েছেন তিনি। ঘটনা জানাজানির পর মৃত্তিকা সম্পদের মহাপরিচালক দুই দফা কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আমীর মো. জাহিদকে। কিন্তু কোনো জবাব দিতে পারছেন না তিনি। অবশেষে বিষয়টি জানানো হয় কৃষি মন্ত্রণালয়কে। আমীরের অসদাচরণের বিরুদ্ধে...