রাশিয়ার ইউক্রেনে আক্রমণের সময় দেশটির আকাশসীমায় প্রবেশ করা একাধিক ড্রোন ভূপাতিত করেছে পোল্যান্ড ও ন্যাটো বাহিনী। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে পোল্যান্ডের আকাশসীমায় বেশ কয়েকটি ড্রোন ঢোকার পর যুদ্ধবিমান মোতায়েন করা হয় বলে জানিয়েছে পোলিশ সেনাবাহিনী। এটিই প্রথমবারের মতো পোল্যান্ড ও ন্যাটো বাহিনীর সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ার ঘটনা। ইউক্রেন বলছে, রাশিয়া পশ্চিমাদের পরীক্ষা করছে। খবর আল জাজিরার। পোল্যান্ডের সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ড এক বিবৃতিতে জানায়, “আজকের আক্রমণের সময় রুশ ড্রোন বারবার আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ডারের অনুরোধে অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং ভূপাতিত ড্রোনগুলো শনাক্তের কাজ চলছে।” সেনাবাহিনী জানায়, আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে পোলিশ ও ন্যাটো সামরিক বিমান মোতায়েন করা হয়েছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক নিশ্চিত করেছেন, একাধিক আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় বিশেষ অভিযান চলছে। তিনি বলেন,...