১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৪ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৬ পিএম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছেন ভারতের এবং চীনের ওপর ১০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করার। এর মূল উদ্দেশ্য হলো রাশিয়ার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় দুটি ক্রেতা দেশকে লক্ষ্যবস্তু করা এবং মস্কোর ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানো। বুধবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। বুধবার প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, সোমবার ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প ফোনে যোগ দিয়ে এই দাবি জানান। বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কর্মকর্তারা রাশিয়ার যুদ্ধ অর্থায়ন বন্ধ করার উপায় খুঁজছিলেন। ট্রাম্পের যুক্তি, বড় অঙ্কের শুল্ক আরোপ করলে চীন ও ভারত রাশিয়ার তেল কেনা কমাবে এবং আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পাবে। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ওয়াশিংটন ইইউ যদি বেইজিং ও নয়াদিল্লির...