তিনি উল্লেখ করেন, এই প্রার্থীরা "যোগ্য" ছিলেন এবং তাদের হারটা প্রকৃত অর্থে ব্যক্তিগত পরাজয় নয়, বরং সঠিক ন্যারেটিভ ভুল ন্যারেটিভে চাপা পড়ার ফল। পিনাকীর মতে, রাজনৈতিক দল নয়, ন্যারেটিভ তৈরির ক্ষমতাই রাজনীতিতে আসল শক্তি। তার ভাষায়, "শক্তিশালী ন্যারেটিভ সৃষ্টিকারীরাই শেষ পর্যন্ত জয়ী হন।" পোস্টে পিনাকী ভট্টাচার্য ডাকসু নির্বাচন ঘিরে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার ক্ষেত্রে সংযম অবলম্বনের পরামর্শ দিয়েছেন। তিনি মনে করেন, ভোটাররা যাদের ভোট দিয়েছে, তারা জানে তারা কাকে ভোট দিয়েছে। সুতরাং এই ফলাফলকে পরাজয় হিসেবে দেখার সুযোগ নেই। তিনি আরও বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে অবস্থান নিয়েছেন, তারা জনমত জাগাতে পারলে তবেই প্রকৃত জয় লাভ করবেন, এবং সেই জনমত সৃষ্টি করাই ছিল এই নির্বাচনের মূল উদ্দেশ্য। পিনাকী দলের ভেতরের কিছু নেতার প্রতি কড়া সমালোচনা করে বলেন, "অপদার্থ স্ট্র্যাটেজিস্ট" এবং...