চট্টগ্রাম:বৈধপথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে হুন্ডি ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে লালখান বাজারের কপার চিমনিতে ফিনটেক কোম্পানি ও মানি ট্রান্সফার অ্যাপ ‘নালা’র মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। ‘রেমিট্যান্স বৃদ্ধিতে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক সভায় মেয়র বলেন, রিজার্ভ স্থিতিশীল করতে রেমিট্যান্স প্রবাহ বৈধপথে আনতে হবে। জুলাই-আগস্টে ছাত্র জনতা জীবন ও রক্ত দিয়েছেন অন্যায়কে না বলার জন্য।অবৈধভাবে রেমিট্যান্স পাঠালে দেশে মূল্যস্ফীতি বাড়ে। হুন্ডি ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। বৈধ চ্যানেলে টাকা পাঠাতে প্রবাসীদের উদ্বুদ্ধ করতে পারে গণমাধ্যম। সরকার ও বৈদেশিক মন্ত্রণালয়কে বৈধ চ্যানেলে টাকা পাঠানোর প্রক্রিয়া আরও সহজতর করতে হবে। প্রবাসে বাংলাদেশিদের চাকরি হারানোর বিষয়ে ভাবতে হবে দূতাবাসগুলোকে। জবাবদিহির আওতায় আনতে হবে। কানাডায় দেখেছি, প্রচুর নার্স ও...