ভিএআর মনিটর দেখে কলম্বিয়ান রেফারি উইলমার রোলদান বাঁশিতে ফুঁ দিয়ে পেনাল্টির ইঙ্গিত করলেন। ধারাভাষ্যকার তখনই বললেন, পেনাল্টিটি নিয়ে বিতর্ক হতে পারে। শেষ বাঁশি বাজার পর ঠিক এমন প্রশ্নই তুলেছেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আজ শেষ রাউন্ডে গুয়াইয়াকিলে স্বাগতিকইকুয়েডরের কাছে ১-০ গোলে হেরেছেআগেই ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করা আর্জেন্টিনা। প্রথমার্ধে যোগ করা সময়ের ১৩ মিনিটে পেনাল্টি থেকে ইকুয়েডরকে গোলটি এনে দেন ফরোয়ার্ড এনের ভ্যালেন্সিয়া। প্রথমার্ধে যোগ করা সময়ের ৫ মিনিটের মাথায় ডান প্রান্ত থেকে ভেসে আসা বল ধরতে আর্জেন্টিনার বক্সে ঢুকে পড়েন ইকুয়েডরের রাইটব্যাক অ্যাঞ্জেলো প্রিসিয়াদো। তাঁকে থামাতে আড়াআড়িভাবে ছুটে যান আর্জেন্টিনার লেফটব্যাক নিকোলাস তালিয়াফিকো। বল বাতাসে থাকতে দুজনেই লাফ দেন। দুজনে শূন্যে ভাসার সময় তালিয়াফিকোর ডান হাতের কনুই লাগে প্রিসিয়াদোর মুখে। মাটিতে পড়ে ব্যথায় কাতরাতে থাকেন প্রিসিয়াদো।...