রাজধানীতে যানজট ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে অবৈধ অটোরিকশা বন্ধ করে ‘সাইজ নির্ধারণে’র মধ্যমে ব্যাটারিচালিত অটোরিকশা বৈধ করার দাবি জানিয়েছে ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান মালিক-চালক ঐক্য পরিষদ নামে একটি সংগঠন। নিজেদের পেশাকে সমাজসেবামূলক পেশার স্বীকৃতিও চেয়েছেন তারা। আজ (বুধবার) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ভৌমিক। পরিষদের দাবিগুলো হচ্ছে—• ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা বৃদ্ধি বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে• জরুরি ভিত্তিতে জরিপ চালিয়ে প্রকৃত পেশাজীবীর সংখ্যা নির্ধারণ করতে হবে • অধিক মুনাফার আশায় অন্য পেশার মানুষ গ্যারেজ তৈরি করে মালিক হয়ে যাচ্ছে, এ প্রবণতা বন্ধ করতে হবে• পায়ে চালিত রিকশার মালিকানা লাইসেন্স দীর্ঘদিন বন্ধ থাকলেও দক্ষিণ সিটি কর্পোরেশন বিগত সময়ে ২ লক্ষাধিক লাইসেন্স দিলেও উত্তর সিটি কর্পোরেশন দেয়নি, তাই প্রয়োজন অনুযায়ী লাইসেন্স প্রদান...