১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৩ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৫ পিএম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথি ও তার মা তাহমিনা আক্তার ফাতেমা হত্যাকাণ্ডে শোক প্রকাশ করে শিক্ষার্থীরা মৌন মিছিল করেছে। তবে মিছিলে বিভাগের মাত্র একজন শিক্ষক উপস্থিত ছিলেন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে মিছিল শুরু হয়। পরে মিছিলটি প্রধান ফটক হয়ে কেন্দ্রীয় মসজিদসংলগ্ন পাহাড়তলী সড়ক ঘুরে আবার গোলচত্বরে এসে শেষ হয়। মিছিলে অংশ নেন লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুন ফেরদৌস। এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) সুমাইয়া ও তার মায়ের জানাজায় কোনো শিক্ষক অংশ নেননি। শিক্ষকদের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছে নিজ বিভাগের শিক্ষার্থীরাই। সুমাইয়ার সহপাঠী আশিকুর রহমান শিক্ষকদের এ আচরণ মানবিকতার অবক্ষয় সম্বোধন করে বলেন, "সুমাইয়ার...