হত্যা, রায় জালিয়াতি মামলার পর এবার প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। দুদকের আবেদনের শুনানি নিয়ে বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। এর আগে দুদকের পক্ষ থেকে খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালত তার উপস্থিতিতে শুনানির জন্য এদিন ঠিক দেয়। মাথায় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরা সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে শুনানির জন্য সকালে আদালতে তোলা হয়। এরপর খায়রুল হকের পক্ষে তার আইনজীবী মোনায়েম নবী শাহিন জামিন চেয়ে শুনানি করেন। দুদকের পক্ষে প্রসিকিউটর হাফিজুর রহমান জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে, মিথ্যা তথ্য দিয়ে রাজউকের ১০ কাঠার প্লট নেওয়ার মামলায় সাবেক প্রধান বিচারপতিকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন বিচারক। গত ২৪ জুলাই সকালে ধানমন্ডির...