১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৩ পিএম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জামায়াতের লোক, বিভিন্ন আদালত ও উচ্চ আদালতে বিচারক যারা হচ্ছেন তারা জামায়াতের লোক। আর আমরা কী করছি? লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, ফেরিঘাট দখল করছি। এমন মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। স্থানীয় বিএনপির উদ্দেশে আলতাফ হোসেন চৌধুরীর দেওয়া এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে নানা মহলে প্রতিক্রিয়া দেখা দেয়। ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্রার্থীদের এই ভরাডুবির পর এই বক্তব্যটি ফেসবুকে অনেকেই শেয়ার করে মন্তব্য করেছেন, বিএনপিকে দেওয়া আলতাফ হোসেনের সতর্কতা কি আজ প্রমাণিত সত্য? শুধু বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী নয়, এ বিষয়ে দেশের জনপ্রিয় গণমাধ্যম দৈনিক ইনকিলাবে প্রকাশিত বহু লেখায় এ বিষয়ে বিএনপির জন্য সতর্কবার্তা ছিলো। বিএনপি যদি বিষয়টি...