নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এবার ভোটের মাঠে সবচেয়ে বড় চমক হিসেবে উঠে এসেছেন স্বতন্ত্র ভিপি (সহসভাপতি) প্রার্থী শামীম হোসেন। কোনো বড় রাজনৈতিক সংগঠনের ব্যানার ছাড়াই, শুধুমাত্র নিজের ভাবনা, ইশতেহার এবং সাহসিকতা নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলাফলেও তিনি প্রমাণ করেছেন যে, ছাত্ররাজনীতির মূলধারার বাইরে থেকেও শিক্ষার্থীদের সমর্থন অর্জন করা সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী এবং বিজয় একাত্তর হলের আবাসিক শামীম হোসেন পেয়েছেন মোট ৩ হাজার ৮৮৪ ভোট। এই ভোটসংখ্যা তাকে ভিপি প্রতিদ্বন্দ্বীদের মধ্যে চতুর্থ স্থানে নিয়ে এসেছে, যা দেশের সবচেয়ে আলোচিত ছাত্রসংসদ নির্বাচনে একটি উল্লেখযোগ্য অর্জন। তার আগে অবস্থান করেছেন শিবির সমর্থিত ভিপি নির্বাচিত প্রার্থী সাদিক কায়েম, ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান এবং স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা। শামীমের ইশতেহারে ছিল না কোনো রাজনৈতিক স্লোগান, ছিল...