এ রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল ১১টা) প্রথম দিনের হরতাল চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। হরতালের প্রথম দিনে বাগেরহাট শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, দশানী মোড়, খানজাহান আলী (রহ.) মাজার মোড়, কাটাখালী মোড়, নোয়াপাড়া মোড়, ফরিহাটের বিশ্বরোড মোড়, মোল্লাহাট সেতু মোড়, ফয়লাহাট মোড়, সাইনবোর্ড মোড়, মোরেলগঞ্জ ফেরি এলাকা, রায়েন্দা পাঁচরাস্তা মোড়, মোংলা ইপিজেড-শিল্পাঞ্চল, ফেরিঘাট, মুনিগঞ্জ সেতু ও দড়াটানা সেতু টোল প্লাজা, জেলা প্রশাসকের কার্যালয়, নির্বাচন অফিসসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল থেকে পিকেটিংয়ে তৎপর ছিলেন বিএনপির সাবেক এমপি শেখ মুজিবর রহমান, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বিএনপির কেন্দ্রীয় সদস্য অ্যাড. শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, জেলা বিএনপির...