ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী' জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য পদে ঢাবি ছাত্রী সংস্থার সভানেত্রী সাবিকুন নাহার তামান্না ও সেক্রেটারি আফসানা আক্তার বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টায় ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আনুষ্ঠানিকভাব চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. জসীম উদ্দিন এ ঘোষণা দেন। শিবির প্যানেলে জোটবদ্ধ নির্বাচনে অংশগ্রহণ করে তিনি সর্বোচ্চ দশ হাজারেরও অধিক ভোট পেয়ে কেন্দ্রীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সেক্রেটারি আফসানা আক্তার পাঁচ হাজার সাতশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও...