রাঙামাটির চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কাপ্তাই হ্রদ হতে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট তিন ফুট করে ছেড়ে রাখা হয়েছে।এতে কর্ণফুলী নদীতে প্রবল স্রোত হচ্ছে। এ কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) রনেল চাকমা বলেন, “কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের স্পিওয়ের ১৬টি গেট ছাড়ার ফলে কর্ণফুলী নদীতে প্রবল স্রোত বইছে। এ কারণে বুধবার সকাল হতে এই নৌ রুটে ফেরি চলাচল আপাতত বন্ধ রয়েছে। স্রোতের গতি কমলে পুনরায় ফেরি চালু করা হবে।” এদিকে, হঠাৎ করে ফেরি চলাচল বন্ধ করে দেওয়ায় এই পথ ব্যবহারহারীদের দুর্ভোগে পড়তে হয়েছে। ফেরি বন্ধ থাকায় রাঙামাটির সাথে বান্দরবানের যাত্রীবাহী বাস...