ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম বলেছেন, ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। এখানে জয়-পরাজয়ের কিছু নেই। জুলাই বিপ্লবের সকল শহীদ, মহান মুক্তিযুদ্ধ ও আজাদী আন্দোলনের শহীদ এবং ছাত্রলীগের নির্যাতনে নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ডাকসু নির্বাচনের ফল ঘোষণার পর সিনেট ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। নির্বাচনে বিজয়ের পর ভিপি সাদিক বলেন, শিক্ষার্থীরা আমাদের ওপর নেতৃত্বের যে আমানত রেখেছেন, ইনশাআল্লাহ আমরা সেই আমানতের হক আদায় করব। স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত থেমে থাকব না। তিনি আরও বলেন, আমি ভিপি হিসেবে পরিচয় দিতে চাই না, আমি পরিচিত হতে চাই বোনের ভাই, ভাইয়ের ভাই হিসেবে। আগেও যেভাবে পাশে ছিলাম, ভবিষ্যতেও সেভাবেই থাকব।...