১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৬ পিএম ২০০৮ সালে নিজের অস্তিত্বের জানান দেয় অ্যানালাইজেন। তারপর খুব অল্প সময়েই ২০১৬ সালের ভিতরে অ্যানালাইজেন হয়ে উঠলো বাংলাদেশে যাত্রা শুরু করা প্রথম কোন অ্যাডভার্টাইজিং ও টেকনোলজি ফার্ম! যারা কিনা বিদেশেও নিজেদের শাখা অফিস শুরু করে। সময়ের সাথে দেশের সীমানা পেরিয়েছে অ্যানালাইজেন। এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও উত্তর আমেরিকাসহ বিশ্বজুড়ে ২০টিরও বেশি দেশে এখন রয়েছে অ্যানালাইজেন-এর ক্লায়েন্ট। এই দীর্ঘ সময়ে অ্যানালাইজেন নার্চার করেছে ইন্ডাস্ট্রির অসংখ্য ক্রিয়েটিভ মাইন্ডকে, যারা এখন কাজ করছে দেশ-বিদেশের নামকরা বিভিন্ন কোম্পানীতে। তাছাড়াও অ্যানালাইজেন গড়ে তুলেছে দেশী বিদেশি অসংখ্য ব্র্যান্ড। সেই সাথে সফলভাবে কাজ করছে MNC, FMCG, ব্যাংকিং, টেলিকম থেকে টেক কোম্পানি সহ ১০০+ ক্লায়েন্টের সাথে। তৈরি করেছে ভার্চুয়াল দুনিয়ায় নিজের নামে নিজের ঠিকানা। analyzenbd থেকে অ্যানালাইজেন...