২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠে গোল উৎসবের এক রাত কাটিয়েছে নরওয়ে। মলদোভাকে ১১-১ ব্যবধানে হারিয়েছে আরলিং হালান্ড বাহিনী। গোলবন্যার ম্যাচে ম্যানচেস্টার সিটি তারকা হালান্ডের পাঁচ গোলের সঙ্গে সতীর্থ থেলো আসগার্ড করেছেন আরও চারটি। বাকী দুটি গোল করেন মার্টিন ওডেগার্ড ও ফেলিক্স হর্ন মায়রি। মঙ্গলবার রাতের ম্যাচে ক্লিনশিট ধরে রাখতে পারেনি স্বাগতিক নরওয়ে। তারা যে গোলটি হজম করেছে সেটিও নিজেদের ভুলেই। জাল রক্ষা করতে গিয়ে উল্টো বল জালে পাঠিয়ে দেন ডিফেন্ডার লিও স্কিরি ওস্তিগার্ড। নরওয়ের জয়টি ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের রেকর্ড। শেষ ১৯৯৬ সালে বিশ্বকাপ বাছাইয়ে লেইচেন্সটাইঙ্কে ১১-১ গোল দিয়ে জিতেছিল মেসেডোনিয়া। এ নিয়ে তিনবার প্রতিপক্ষকে ১১ গোল দিল নরওয়ে। ফিনল্যান্ডের বিপক্ষে ১৯৪৬ সালে ১২-০ গোলের জয়টি তাদের সবচেয়ে বড় জয়ের রেকর্ড। হালান্ড প্রথমার্ধেই চার গোল করেন। নরওয়ের জার্সিতে...