ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। দেশটির নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। ক্ষমতা ছাড়ার পর অলি বর্তমানে কোথায় আছেন সে সম্পর্কে কোনো তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। নেপালের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, পদত্যাগের আগে অলি তাঁর দলের মন্ত্রীদের পদ না ছাড়ার নির্দেশ দেন। এরপর দেশটির শিবপুরীর বুধানিলকান্তায় সেনানিবাসে আশ্রয় নেন। তবে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, অলির বাড়ির এলাকায় একটি হেলিকপ্টার উড়ছে। ওই হেলিকপ্টার অলি ছিলেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় কয়েকটি সূত্রের বরাতে ইন্ডিয়া ডট কম বলছে, নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি দেশের বাইরে পালিয়ে গেছেন। ধারণা করা হচ্ছে, তিনি দুবাই, বেইজিং, মস্কো, নেপিদো, দিল্লি কিংবা ঢাকার যেকোনো স্থানে অবস্থান করতে পারেন। তবে এসব তথ্য...