২০২৬ বিশ্বকাপের জন্য দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই শেষ হলো আজ। ৫টি ম্যাচ খেলতে মাঠে নেমেছিল দক্ষিণ আমেরিকার পয়েন্ট তালিকার ১০ দল। মোট ১২ গোলের এই শেষ রাউন্ডেব্রাজিলকে ১-০ গোলে হারিয়েসবচেয়ে বড় চমক দেখিয়েছে বলিভিয়া। এল আলতোয় নিজেদের ম্যাচটা জেতায় এবং মাতুরিনে স্বাগতিক ভেনেজুয়েলাকে কলম্বিয়া ৬-৩ গোলে হারানোয় পয়েন্ট তালিকার সপ্তম দল হিসেবে আন্তমহাদেশীয় প্লে–অফে খেলা নিশ্চিত করে বলিভিয়া। অর্থাৎ ১৯৯৪ আসরের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ টিকিয়ে রাখল তারা। আগামী মার্চে ছয় দলের প্লে–অফ টুর্নামেন্টে দক্ষিণ আমেরিকা (কনমেবল) অঞ্চলের সপ্তম দল ছাড়াও থাকবে আফ্রিকা, এশিয়া, ওশেনিয়া, কনকাকাফ (তিন আয়োজক ছাড়া) থেকে একটি করে দল। বাকি দুটি দল আসবে ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর মধ্য থেকে। এখান থেকে দুটি দল বিশ্বকাপে খেলার টিকিট পাবে। দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে সরাসরি ছয়...