স্থানীয়রা জানান, প্রতিবেশী এক নারী সবজি দিতে গিয়ে ঘরে প্রবেশ করেন। প্রথমে দরজা বন্ধ থাকায় পেছনের অর্ধ খোলা দরজা দিয়ে ডাকেন জুলিকে। সাড়া না পেয়ে ভেতরে ঢুকে দেখেন মশারির ভেতর কম্বল মোড়া অবস্থায় শুয়ে আছেন তিনি। কাছে যেতেই দুর্গন্ধ পেয়ে স্থানীয়দের খবর দেন। প্রতিবেশীরা জানান, সাবিনা আক্তার সামান্য মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে তিন দিন আগেও স্বাভাবিকভাবে চলাফেরা করেছেন। শৈশবে তিনি মগনামার নানা বাড়িতে পড়াশোনাও করেছেন। বর্তমানে ওই বাড়িতেই একাকী আশ্রয়ে ছিলেন। পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের নাপিতার দিয়া এলাকায় একটি বাড়ি থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে পেকুয়া...